সৌদি আবরে গেলেন সাকিব

০৪ ফেব্রুয়ারী ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)  বরিশালের অধিনায়ক ও জাতীয় দলের অলরাউণ্ডার সাকিব আল হাসান ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন শুক্রবার রাতে । ঘরোয়া এ টুর্নামেন্টে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বরিশালের কোনও ম্যাচ না থাকায় তিনি ওমরাহ পালন করতে গেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী।

এদিকে বিপিএলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল। আগামী ৭ ফেব্রুয়ারি তাদের একটা ম্যাচ রয়েছে। তার আগেই ৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন অলরাউণ্ডার সাকিব। যথারীতি ৭ ফেব্রুয়ারি ম্যাচেও খেলবেন তিনি। এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তার দল।

এবারের বিপিএলে নিজেদের নবম ম্যাচ খেলে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ১০ ম্যাচে ৭ জয় পাওয়ায় টেবিলে দলটির পয়েন্ট ১৪। ব্যক্তিগতভাবে সাকিব ১০ ম্যাচে ৯ ইনিংসে পেয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি,  শিকার করেছেন ৭ উইকেট। তার রানের গড় ৪৯.৫৭ ও ১৮৩.৫৯ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছে ৩৪৭ রান। তার মোট রান এখন পর্যন্ত এ আসরের দ্বিতীয় সর্বোচ্চ।


মন্তব্য
জেলার খবর