সড়কে দুর্ঘটনা বেড়েছে

০৫ ফেব্রুয়ারী ২০২৩

গত জানুয়ারি মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের প্রাণহানি ঘটেছে। সে হিসাবে গড়ে প্রতি দিন প্রায় ২০ জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি এ মাসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৯৯ জন। সড়কে মোট দুর্ঘটনা ঘটেছে ৫৯৩টি। গত বছরের জানুয়ারির চেয়ে এ বছরের জানুয়ারিতে সড়কে দুর্ঘটনা ৫.৩ শতাংশ বেড়েছে। আহতের সংখ্যা ১০.০৪ শতাংশ বাড়লেও প্রাণহানি কমেছে ৪.৬ শতাংশ। এ তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে এ সংক্রান্ত প্রতিবেদন করেছে সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার মধ্যে ২১৪টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। আর এ দুর্ঘটনায় ২০৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে পথচারীকে গাড়িচাপা দেওয়ার ঘটনা বেশি, প্রায় ৫২ শতাংশ। দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়েছে আঞ্চলিক মহাসড়কে। এ ছাড়া রেলপথে দুর্ঘটনা ঘটেছে মোট ৪৪টি। এতে ৪৬ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। নৌপথে মোট ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১ জন আহত হওয়ার পাশাপাশি নিখোঁজ হয়েছেন ৬ জন।

যাত্রীকল্যাণ সমিতির হিসাবে- গত জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৫ জনের মধ্যে ১৫৩ জন চালক, ৮৪ জন পথচারী, ৮০ জন নারী, ৪৬টি শিশু, ৪৬ জন শিক্ষার্থী ও ২৬ পরিবহণ শ্রমিক, ৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৯ জন শিক্ষক, রাজনৈতিক দলের নেতাকর্মী ৮ জন, প্রকৌশলী ২ জন, আইনজীবী ২ জন  এবং ১জন সাংবাদিক  ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর