ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

০৪ ফেব্রুয়ারী ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ৯নং উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। নিজের বিরুদ্ধে তার পরিষদের এক মহিলা সদস্যের (মেম্বার) চালানো অপপ্রচার ও তাকে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন তিনি। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল হাসান খান সেলিম জানান, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন মোবাইল ফোনে ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে গালমন্দ করেছেন মর্মে আমার কাছে অভিযোগ আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিষদের এক মিটিংয়ে বিষয়টি রোকসানার কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় আমাকও গালমন্দসহ দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ধারালো রামদা নিয়ে এসে আমার প্রাণনাশের চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত করে। এরপর তার চুলের মুটি ধরে জুতা পেটা ও বসতবাড়িতে হামলা করেছি মর্মে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন। পাশাপাশি  এ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ইউপি চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে আনিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাসলিমা বেগম ও জেসমিন আরা।

 

মো. হুমায়ুন কবীর/এমকে


মন্তব্য
জেলার খবর