এবার ইউক্রেনে সামরিক সহায়তা দিবে ইসরাইল!

০৫ ফেব্রুয়ারী ২০২৩

বছর পুরতে চলল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। এখনও পর্যন্ত কোনো ফলাফল হয়নি। দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত এ যুদ্ধে লাখেরও বেশি মানুষ মারা গেছে। ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইউকেনের ছোট-বড় অনেক শহর। তবুও যুদ্ধ থামার নাম নেই।

 

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে ইউরোপের দেশগুলো। বিশেষ করে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সহায়তা করেছে দেশটিকে। এবার ইহুদিবাদী ইসরাইল ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অব ইসরাইল। খবর পার্সটুডের। তবে নেতানিয়াহুর কার্যালয় এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দুই দিনব্যাপী ইসরাইল সফর করেন। সে সময় নেতানিয়াহু বলেছিলেন, ‘জো বাইডেনের প্রশাসন আশা করে নেতানিয়াহুর সরকার যেন ইউক্রেনকে প্রয়োজনীয় সবধরনের সহায়তা দেয়।’ এদিকে বহুদিন থেকেই ইউক্রেন ইসরাইলের কাছে অস্ত্র-সহযোগিতা চেয়ে আসছে।

 

আরআই


মন্তব্য