মন্তব্য
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটে আবারও মেয়র হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নাসিকের মেয়র পদে এটা তার টানা তৃতীয় জয়। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট এক লাখ ৬১ হাজার ২৭৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। তাদের ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২। মোট ১৯২ কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারি ফলের এ তথ্য নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান। এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতি ছাড়া ইভিএমে ভোট হয়। প্রসঙ্গত, ২০১১ সালে প্রথমবার নারায়ণগঞ্জ সিটির অভিভাবকের পদে আসীন হন আইভী।
এমকে