তুরস্ক থেকে আপনার কালো হাত সরিয়ে নিন, যুক্তরাষ্ট্রকে তুরস্ক

০৫ ফেব্রুয়ারী ২০২৩

তুরস্কে নিয়োগ পাওয়ার পর প্রতিটি মার্কিন রাষ্ট্রদূতই সেখানে সামরিক অভ্যুত্থান ঘটানোর জন্য সচেষ্ট হয়ে ওঠেন বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান শোইলু। তিনি বলেছেন, আমি মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলছি, তুরস্ক থেকে আপনি আপনার কালো হাত সরিয়ে নিন। আমি খুবই স্পষ্টভাবে বলি, আমি ভালোভাবে জানি যে, আপনি তুরস্কে কিভাবে গোলযোগ সৃষ্টি করবেন। আপনি আপনার নিষ্ঠুর হাসিমাখা মুখ তুরস্ক থেকে সরিয়ে নিন।”দেশটির মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে তিনি শুক্রবার এসব কথা বলেন।

 

২০১৬ সালে এরদোগান সরকারকে উৎখাত করার জন্য যে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছিল, তাতে আমেরিকা জড়িত ছিল বলেও অভিযান করেন এ নেতা। তিনি আরো বলেন, তুরস্কে মার্কিন সমস্ত প্রচেষ্টা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে; এজন্য তিনি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে ধন্যবাদ জানান।

 

সুইডেনসহ ইউরোপের কয়েকটি দেশে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনার কঠোর নিন্দা করে তুরস্ক। এরপরই ইরোপের রোষানলে পড়ে এরদোয়ান সরকার। গত সপ্তাহ থেকে আমেরিকা, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসহ ইউরোপের ৮টি দেশ তাদের দূতাবাস ও কন্স্যুলেট বন্ধ রাখে।

 

পার্সটুডে/আরআই


মন্তব্য
জেলার খবর