রাশিয়াকে রুখতে ইউক্রেনকে একের পর এক সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকার পাশাপাশি ফ্রান্স ও ইতালিও ইউক্রেনের পাশে আছে। এবার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন করে ২২০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ সরবরাহ করার ঘোষণা দিয়েছে। এই প্যাকেজের মধ্যে রকেট প্রপেল চালিত বোমাও থাকবে বলে জানিয়েছে পেন্টাগন। শুক্রবার পেন্টাগন এ ঘোষণায় এ খবর জানিয়েছে।
ইউক্রেনের সেনারা বর্তমানে ডে ধরনের রকেট চালিত বোমা ব্যবহার করচ্ছে সেইরকমই রকেট দেবে আমেরিকা। তবে আরে চেয়ে দূরে আঘাত হানতে পারবে এটি। মুখপাত্র প্যাট রাইডার জানিয়েছেন, ‘নতুন চালানের বোমা পাওয়ার পর ইউক্রেনের সেনাদের দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বাড়বে। এ ধরনের বোমা দেড়শ’ কিলোমিটার দূরের লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে সক্ষম।’
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে কিয়েভকে সাহায্য করে আসছে পেন্টাগন। এ পর্যন্ত ২৯শ’ কোটি ডলারের অস্ত্র দিয়েছে দেশটি। রাশিয়ার বিরুদ্ধে লড়তে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে বলে মনে করছেন বিষেশজ্ঞরা।
এদিকে রাশিয়া বলছে পশ্চিমাদের এ সমস্ত অস্ত্র ইউক্রেন যুদ্ধের কোন পরিবর্তন ঘটাতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এছাড়া গত মাসে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছিলেন, ন্যাটোজোটের বিভিন্ন সদস্যের ইউক্রেন সংঘাতে জড়িত হওয়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে এই যুদ্ধ এখন মস্কো ও পশ্চিমা সামরিক জোটের মধ্যকার যুদ্ধে পরিণত হয়েছে।
পার্সটুডে/আরআই