মন্তব্য
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। আজ রোববার পারভেজ মোশাররফের মৃত্যুর খবর জানায় পাকিস্তানের একাধিক গণমাধ্যম।
পাক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে পারভেজ মোশাররফ অসুস্থ ছিলে। আরব আমিরাতের ‘আমেরিকান হাসপাতালে’ চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে পারভেজ মোশাররফের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতায় আসেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন।
ডন/আরআই