আবারও আলু রফতানি শুরু হবে রাশিয়ায়

০৫ ফেব্রুয়ারী ২০২৩

চলতি বছরেই বাংলাদেশ থেকে রাশিয়ায় আবারও আলু রফতানি শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, রাশিয়া থেকে ডিএপি সার আনতে চায় সরকার। রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আলু রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগে বাংলাদেশে থেকে অনেক আলু রাশিয়ায় রফতানি হতো। রাশিয়া সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আবারও আলু রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে।  কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া থেকে সরকার পটাশিয়াম আমদানি করে থাকে। সেখান থেকে ডিএপি সার আনার বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হবে শিগগিরই।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি বলেন, বাংলাদেশের আম ও ফুলকপি অত্যন্ত সুস্বাদু ও উন্নত মানের হওয়ায় রাশিয়ায় এগুলো রফতানির বিপুল সম্ভাবনা রয়েছে। আম ও ফুলকপি দ্রুত রাশিয়ায় নিতে চান বলেও জানান তিনি।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর