গ্যাস-বিদ্যুৎ দেওয়া যাবে ক্রয়মূল্যে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকা খরচ হয়। সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। এ খাতে আর কত ভর্তুকি দেওয়া যায়। আর এ ক্ষেত্রে কেন দেব? রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তার সরকার কৃষিতে, খাদ্য উৎপাদনে ভর্তুকি দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, বহির্বিশ্বেও গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে। ইংল্যান্ড ১৫০ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও পানির ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন এ সময়।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্যই ছিল প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পোঁছে দেওয়ার। আমরা পৌঁছে দিয়েছি। তিনি জানান, শিল্প-কলকারখানা যাতে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।
এমকে