মানুষকে কর দিতে উদ্বুর্ধ্ব করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের জানাতে হবে- আপনি যে কর দেন, সেটা কিন্তু আপনার কাজেই লাগে। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে ২ দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরের উদ্দেশ্যে এ কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)এ সম্মেলন হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে এখনও আয়কর প্রদানকারীর সংখ্যা খুবই কম। অনেক ঝামেলার মধ্যে করতে হয় বলে এ সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তিনি বলেন, কোনো জোর-জুলুম খাটবে না, মানুষকে ভয়-ভীতিকর পরিস্থিতিতে ফেলা যাবে না। রাজস্ব আদায়ে এনবিআরের বিভিন্ন পদক্ষেপ এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি আরও কর সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে প্রত্যেক মানুষের উপর চাপ পড়েছে। তাই কর না বাড়িয়ে করের হার যৌক্তিকীকরণ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম এবং সদস্য ড. আব্দুল মান্নান শিকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য প্রদ্যুৎ কুমার সরকার প্রমুখ।
এমকে