আপনি যে কর দেন, সেটা কিন্তু আপনার কাজেই লাগে: প্রধানমন্ত্রী

০৫ ফেব্রুয়ারী ২০২৩

মানুষকে কর দিতে উদ্বুর্ধ্ব করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের জানাতে হবে- আপনি যে কর দেন, সেটা কিন্তু আপনার কাজেই লাগে। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে ২ দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরের উদ্দেশ্যে এ কথা বলেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)এ সম্মেলন হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে এখনও আয়কর প্রদানকারীর সংখ্যা খুবই কম। অনেক ঝামেলার মধ্যে করতে হয় বলে এ সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তিনি বলেন, কোনো জোর-জুলুম খাটবে না, মানুষকে ভয়-ভীতিকর পরিস্থিতিতে ফেলা যাবে না।  রাজস্ব আদায়ে এনবিআরের বিভিন্ন পদক্ষেপ এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে করদাতার সংখ্যা বাড়ানোর পাশাপাশি আরও কর সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে প্রত্যেক মানুষের উপর চাপ পড়েছে। তাই কর না বাড়িয়ে করের হার যৌক্তিকীকরণ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম এবং সদস্য ড. আব্দুল মান্নান শিকদার। ধন্যবাদ  জ্ঞাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য প্রদ্যুৎ কুমার সরকার প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর