মার্চে দেশে আসছে আদানির বিদ্যুৎ

০৫ ফেব্রুয়ারী ২০২৩

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে দেশে সরবরাহ করা হবে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের প্রথম ইউনিটের বিদ্যুৎ। এ বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি হবে না। রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আদানির বিদ্যুৎ নিয়ে যেসব কথা হচ্ছে- তার কোনো ভিত্তি নেই। এ নিয়ে সংশয়ের কোনো সুযোগ নেই। তিনি জানান, প্রথম ইউনিট থেকে আসবে ৭৫০ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিট আসবে এপ্রিল মাসে, আরও ৭৫০ মেগাওয়াট। সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে, সেচ মৌসুম নিয়েও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান প্রতিমন্ত্রী।

 

এমকে


মন্তব্য
জেলার খবর