ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ঈশ্বরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। সংগঠনটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়ের। উপস্থিত ছিলেন- প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরীফুজ্জামান আকন্দ রানা, যুবলীগের সদস্য সচিব জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন, ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাইদুল গনি ভূইয়া রোমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালিউল্লা রাসেল, সহসভাপতি অর্নব হোম চৌধুরি প্রমুখ।
মো. হুমায়ুন কবীর/এমকে