ঈশ্বরগঞ্জে বাল্যবিয়ে পণ্ড

০৫ ফেব্রুয়ারী ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ মানবতা ফাউন্ডেশনের তৎপরতায় মিতু (১৪)-এর বাল্যবিয়ে পণ্ড হয়ে গেছে। সংগঠনটির কাছে থেকে খবর পেয়ে রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকতা চলাকালে বিয়েটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন। মিতু উপজেলার সরিষা ইউনিয়নের চাপিলাকান্দা গ্রামের ফুলন মিয়ার মেয়ে।

জানা গেছে, চাপিলাকান্দা গ্রামের রিপন মিয়ার ছেলে আশরাফুল (১৫) –এর সঙ্গে মিতুর বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল এ দিন। তাদের বিয়ের বয়স না হওয়ার খবরটি গোপন সূত্রে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ মানবতা ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। অপ্রাপ্ত বয়সের সত্যতা পাওয়ার পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন। একই সঙ্গে তার নির্দেশে ছেলে ও মেয়ে উভয়ই প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে তাদের অভিভাবকের কাছে থেকে মুচলেকা নেন স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন।

 

মো. হুমায়ুন কবির/এমকে


মন্তব্য
জেলার খবর