শুধু হাসপাতাল নির্মাণ আর কিছু মেশিন কিনে দিলেই চিকিৎসা হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রতিটি হাসপাতালে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ। চিকিৎসাসেবা নির্ভর করে ডাক্তার-নার্সদের ওপর। ভবিষ্যতে এ বিষয়গুলোতে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এ সব কথা বলেন। রাজধানী ঢাকায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এ আলোচনা সভা হয়।
দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে এখন পর্যন্ত মান সম্মত চিকিৎসা দিতে পারছি না আমরা। তবে সেবার মানোন্নয়নে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন বলে জানান মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে সংক্রমণব্যাধি নিয়ন্ত্রণে থাকলেও অসংক্রামক রোগ বেড়েছে। ৬০-৭০ শতাংশ মৃত্যুই অসংক্রামক রোগে। ক্যানসার রোগের চিকিৎসা ব্যয়বহুল মন্তব্য করে মন্ত্রী বলেন, বৈষম্যও রয়েছে। দরিদ্র মানুষ চিকিৎসা করাতে পারে না। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়, ফলে মোটা টাকা খরচ হয়। তবে চিকিৎসায় বৈষম্য কমানোর চেষ্টা করছে সরকার- যোগ করেন তিনি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরীসহ প্রমুখ।
এমকে