বার্সেলোনার টানা ৫ম জয়

০৬ ফেব্রুয়ারী ২০২৩

টানা পঞ্চম জয়ে লা লিগায় শীর্ষস্থানে অবস্থান আরো মজবুত করল ফুটবলের জায়ান্ট ক্লাব বার্সালোনা। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্প নউয়ে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। গোল তিনটি করেন যথাক্রমে জর্দি আলবা, গাভি ও রাফিনিয়া।

 

দিনের অপর ম্যাচে দিন মায়োর্কার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ।

 

এ জয়ের ফলে ২০ ম্যাচ খেলে ১৭ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৫৩। সমান ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫।

 

প্রথমার্ধে একের পর আক্রমণ করতে থাকে বার্সা। কিন্তু সেভিয়ার ডিফেন্স প্রাচীর এক বারের জন্যেও ভেদ করতে পারেনি। গোলশূন্য রেখেই শেষ হয় প্রথমার্ধ।

 

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরো জোরালোভাবে আক্রমণ শুরু করে বার্সা। ফলাফল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত। বুসকেতসের পাসে প্রথম সাফল্যটি আসে জর্দি আলবার পায়ে। এর দুই মিনিট পরই পাল্টা আক্রমণ করে সোভিয়া। কিন্তু সমতা ফেরানোর সুযোগটা নষ্ট হয়ে যায়।

 

এদিকে দুরন্ত গতিতে খেলতে থাকে বার্সা। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গাভি। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া কয়েকজন খেলোয়াড় কাটিয়ে ডিবক্সের ভেতর থাকা গাভিকে পাস দিলে স্প্যানিশ এ মিডফিল্ডার সেভিয়ার জালে বল জড়ান। এর নয় মিনিট পর আরেকটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান রাফিনিয়া। ম্যাচের বাকী অংশে আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের বড় জয়ে মাঠ ছাড়ে বার্সা।


মন্তব্য
জেলার খবর