শুনানি হবে বিদ্যুতের দর পরিবর্তনের

১১ এপ্রিল ২০২২

এবার বিদ্যুতের পাইকারি (বাল্ক) ট্যারিফ (দাম) পরিবর্তনের জন্য  গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১৮ মে রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ গণশুনানি হবে। এ বিষয়ে ২৮ এপ্রিলের মধ্যে লিখিত বক্তব্য ও মতামত পাঠানোর কথা বলেছে কমিশন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিইআরসি।

এর আগে গত মার্চে (২১-২৪ তারিখে) গ্যাসের পাইকারি ও খুচরা দামসহ সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি করে কমিশন। এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী বিদ্যুতের পাইকারি (বাল্ক) ট্যারিফ পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাবে সংবলিত আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনায় কমিশনের কারিগরি মূল্যায়ন টিমও সুপারিশ করেছে।

গত জানুয়ারিতে গ্যাসের দাম নিয়ে আলোচনাকালেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পিডিবি। তার আগে ২০২০ সালের ফেব্রুয়ারির শেষে বিদ্যুতের দাম বাড়ানো হয়- পাইকারিতে ইউনিট প্রতি ৮ দশমিক ৪ শতাংশ আর গ্রাহক পর্যায়ে ৪০ পয়সা। বর্ধিত দরে  ইউনিট প্রতি পাইকারিতে ৫ টাকা ১৭ পয়সা আর গ্রাহক পর্যায়ে  ৭ টাকা ১৩ পয়সা নির্ধারণ করা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর