ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে পর্দা উঠেছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’র। আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’ প্রদর্শনের মাধ্যমে উৎসবের এ ২১তম আসরের সূচনা হলো রোববার (৫ জানুয়ারি)। এবারের আয়োজনে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ নামে উন্মুক্ত আলোচনা পর্ব।
উদ্বোধনী দিনে আরও প্রদর্শিত হয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘বিউটি সার্কাস’, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। উৎসবের দ্বিতীয় দিন সোমবারে (৬ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে ‘গোলাপী এখন ট্রেনে’, ‘শিল্প শহর স্বপ্নলোক, ‘পরবাসী মন আমার’, ‘হাওয়া’ সিনেমাগুলো। তৃতীয় দিন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে ‘বেহুলা’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘মানিক বাবুর মেঘ’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’।
চতুর্থ দিন বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে ‘ইন্টারভিউ’, ‘মন্দ মেয়ের উপ্যাখ্যান’, ‘বল্লভপুরের রূপকথা’, ‘দামাল’ এবং উৎসবের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে ‘আবার তোরা মানুষ হ’, ‘চিত্রাঙ্গদা’, ‘শিমু’ ও ‘সাঁতাও’। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। টিকিটের শুভেচ্ছা মূল্য মাত্র ৫০ টাকা।