বইমেলায় হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’

০৬ ফেব্রুয়ারী ২০২৩

অমর একুশে বইমেলায় প্রকাশ হলো জনপ্রিয় উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক ও লেখক হানিফ সংকেতের লেখা নতুন বই। বইটির নাম 'আবেগ যখন বিবেকহীন'। তার উপস্থাপনার জনপ্রিয় ম্যাগাজিন শো ‘ইত্যাদি’তে তিনি সব সময় তুলে ধরার চেষ্টা করেন সমাজের বিভিন্ন কুসংস্কার ও সমাজ পরিবর্তনের নানা দিক। সব সময় মানুষের ভেতর আবেগ ও বিবেক জাগানোর জন্য কাজ করেছেন এ মানুষটি।

 

সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করার পাশাপাশি নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও রাখছেন অসামান্য ভূমিকা। আর এবার নিজের লেখা বইয়ের মাধ্যমেই সেই কাজটি করার চেষ্টা করেছেন এ গুণী তারকা।

 

এ বিষয়ে হানিফ সংকেত বলেন, 'আমার শুরুটাই লেখালেখি দিয়ে। আর সেটা সত্তর দশকের শুরু থেকে। দর্শকদের ভালোবাসার কারণে ‘ইত্যাদি’কে নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সবসময় লিখতে পারি না। কারণ গত ৩৪ বছর ধরেই আমাকে একটা শিডিউল মেনে চলতে হচ্ছে। একটি নির্দিষ্ট তারিখে ‘ইত্যাদি’ প্রচার হয় বলে আমাকে সেই তারিখের আগে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যত ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্তত একটি হলেও বই প্রকাশ করতে।'

 

বইমেলায় প্রকাশিত বইটি সম্পর্কে তিনি বলেন, ‘আবেগ ও বিবেকের মধ্যে পার্থক্য হলো, বিবেক উচিত-অনুচিত, ভালো-মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। আর আবেগ ভাবাবেগে কাজ করে। আবেগের বেগ বেশি হলে মানুষ ভুল করে, বিবেকও কাজ করে না তখন। ফলে মানুষ হয়ে পড়ে বিবেকহীন। আমাদের মনে রাখা প্রয়োজন, দেখার চোখই শুধু চোখ নয়। বিবেকেরও চোখ আছে। কিন্তু আমরা অনেকেই চোখ থাকতেও অন্ধ। যে কারণে অসংগতি, দুর্গতি, ভোগান্তি ও অশান্তি লেগেই থাকে। কারণ বিবেকহীন মানুষ কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সেই বিষয়গুলোই উঠে এসেছে এবারের প্রকাশনায়।’


মন্তব্য
জেলার খবর