এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটিতে রিয়াজ

০৬ ফেব্রুয়ারী ২০২৩

বাংলাদেশি চলচ্চিত্রে অবদান রাখার জন্য সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এর বিজয়ীদের নাম প্রকাশিত হয়েছে। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৬তম আসর। এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিবের সই করা এক প্রজ্ঞাপণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

এসব খবর এখন বেশ পুরোনো তবে নতুন খবর হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ এর আয়োজন কমিটিতে থাকছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ রিয়াজ উদ্দিন আহমেদ।

 

জানা গেছে, সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে থাকছেন এ অভিনেতা। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিটিভির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. সৈয়দা তাসমিনা আহমেদ।

 

এ প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘বলতে গেলে নিজের দায়িত্ব অনেকটা বেড়ে গেল। বছরের সেরা চলচ্চিত্রকর্মীদের পুরস্কৃত করার মঞ্চের আয়োজন নিয়ে কাজ করব আমরা। যারা কমিটিতে রয়েছি, চেষ্টা থাকবে সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার।’

 

রিয়াজ ছাড়াও কমিটিতে থাকছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, মৌসুমী, পূর্ণিমা, তানভিন সুইটি, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, অভিনেতা ফেরদৌস, চঞ্চল চৌধুরী, গীতিকার ও সংগীত পরিচালক হাসান মতিউর রহমান, সংগীতশিল্পী খুরশীদ আলম।

 

পদাধিকার বলে কমিটিতে সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন।


মন্তব্য
জেলার খবর