অবশেষে সিঙ্গাপুর যাচ্ছে নারী ফুটবল দল

০৬ ফেব্রুয়ারী ২০২৩

অবশেষে সিঙ্গাপুর খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। অর্থিক সঙ্কট বিবেচনায় প্রথমে সিঙ্গাপুর যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে স্পন্সর পাওয়ায় মেয়েদের সিঙ্গাপুর পাঠাতে রাজি হয়েছে।

 

এ বছরের ফেব্রুয়ারিতে ফিফার পক্ষ থেকে প্রীতি ম্যাচের উইন্ডোতে দুইটি ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেই সুযোগে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় সিঙ্গাপুর। কিন্তু সব খরচ নিজেদের বহন করার আহ্বান জানায় দেশটি। তবে প্রথমে প্রস্তাবটি ফিরিয়ে দেয় বাফুফে। কমলাপুর এক সংবাদ সম্মেলনে রোববার এ খবর জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।

 

তিনি বলেছেন, ‘ফিফা টায়ার-১ ম্যাচ খেলতে ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাবে সাবিনারা। সেখানে তাদের বিপক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে।’

 

তবে এ সফরে একটি ম্যাচ খেলার সুযোগ পাবে সাবিনা-কৃষ্ণারা। এ প্রসঙ্গে কিরণ জানান, ‘আজ সকালেও আমরা অনুরোধ করেছিলাম দুটি ম্যাচ আয়োজন করতে। তবে তারা একটি ম্যাচের বেশি খেলতে রাজি হয়নি।’

 

এদিকে সাফ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলার বাঘিনীরা। আগামী ৩ থেকে ১১ এপ্রিলের মধ্যে বাছাইপর্বের ম্যাচে ইরান, নেপাল, মিয়ানমার ও মালদ্বীপের বিপক্ষে খেলবে মারিয়া মাণ্ডা-কৃষ্ণা রানীরা।


মন্তব্য
জেলার খবর