তুর্কি বংশোদ্ভূত জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। ইনজুরি যেন পিছুই ছাড়ছে না তার। ইনজুরির সাথে পেরে না উঠতে পেরে এবার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে তুরস্কে তার বর্তমান ক্লাব ইস্তানবুল বাসাখসেহিরির সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ৩৪ বছর বয়সী সাবেক এ রিয়াল মাদ্রিদ তারকাকে আর ফুটবল মাঠে খেলতে দেখা যাবে না।
তুরস্কের ক্লাবটির হয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন ওজিল। কিন্তু চলতি মৌসুমে মাত্র মাঠে নামতে পেরেছিলেন তিনি। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম এক খবরে এ তথ্য জানিয়েছে।
ওজিল ২০গ৬ সালে জার্মানির বয়স ভিত্তিক দলে খেলা শুরু করেন। ২০০৯ সালে দেশটির জাতীয় দলে অভিষেক হয় তার। ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন তিনি। ফিফা বিশ্বকাপ ২০১০ এ তার পায়ের জাদু দেখে বিশ্বের ফুটবল প্রেমিরা। সেবার গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন তিনি।
২০১৪ সালে বিশ্বকাপ ঘরে তোলে জার্মানি। জার্মানির বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওজিলের। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে ৮টি গোল করার মাধ্যমে বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা হন ওজিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেন এ ফুটবল যাদুকর। জার্মানির হয়ে ৯২ ম্যাচ খেলেছেন ওজিল। গোল করেছেন ২৩টি।
আরআই