তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, বিশ্বনেতাদের সমবেদনা

০৬ ফেব্রুয়ারী ২০২৩

তুরস্কে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের পাশাপাশি সিরিয়ায়ও অনুভূত হয়েছে ভূ-কম্পন। সোমবার সকালে আঘাত হানে এ ভয়াবহ প্রাকুতিক দুর্যোগ। এতে উভয় দেশের ৫২১ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। ভয়াবহ এ ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা।

 

যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় সমবেদনা জানিয়ে তুরস্কের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এ কঠিন মুহূর্তে আমরা তুরস্কের জনগণের পাশেই আছি। এই সঙ্কট কাটিয়ে ওঠার জন্য তুরস্ককে প্রয়োজনীয় সহায়তা দিতেও প্রস্তুত আছে বলে জানান তিনি।

 

পিছিয়ে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় সহমর্মিতা জ্ঞাপন করে মোদি লিখেছেন, ‘ভূমিকম্পে জীবন ও সম্পদের যে ক্ষতি হয়েছে সে জন্য আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি। ভারত তুরস্কের জনগণের সাথে সংহতি প্রকাশ করছে এবং এই সঙ্কট কাটিয়ে উঠতে তাদের সবধরনের সহায়তার দেয়ার জন্য প্রস্তুত আছে।’

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক টুইটে তুরস্ক ও সিরিয়ায় নিহতের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন যে দেশটিতে একশ’ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আমরা তুরস্ককে জরুরি সহায়তা দেয়ার জন্য প্রস্তুত।

 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র- সিরিয়া ও তুরস্কের ধ্বংসযজ্ঞ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তুরস্কের সাথে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।


মন্তব্য
জেলার খবর