আল্পস পর্বতমালায় তুষারধস, নিহত ১০

০৬ ফেব্রুয়ারী ২০২৩

অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটকরাও রয়েছেন বলে জানা গেছে। গেল কয়েক দিনের তুষারধসে প্রাণ হারিয়েছেন এসব পর্যটক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

 

এর আগে তুষারধসের উচ্চঝুঁকির সতর্কতা জারি করে দেশটি। কিন্তু ভিয়েনায় স্কুল ছুটির কারণে পর্যটন স্পটগুলোতে ভিড় জমায় পর্যটকরা। পশ্চিম অস্ট্রিয়ার স্কি রিসোর্টগুলো পর্যটকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বড় ধরনের বিপদের আশঙ্কা করছিল আবহাওয়া কর্তৃপক্ষ।

 

এ জন্য অস্ট্রিয়ায় চার মাত্রার সতর্কতা জারি করা হয়। এতে অনাড়ী স্কিয়ারদের ওপেন স্কি রান ও ট্রেইলে থাকতে এবং অভিজ্ঞ স্কিয়ারদের খাড়া জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

 

বরফের দেশ অস্ট্রিয়া-সুইজারল্যান্ড। উভয় দেশেই তুষারধস সাধারণ ঘটনা। দেশটির বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, শুধু শনিবার টাইরল অঞ্চলেই ৩০টি তুষারধসের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১১টিতে মানুষের উপস্থিতির ছিল।

 

আরআই


মন্তব্য
জেলার খবর