রাশিয়াকে রুখতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন আনলেন জেলেনস্কি

০৬ ফেব্রুয়ারী ২০২৩

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ আনা হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কিছু আগে থেকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন ওলেক্সি রেজনিকভ। তাকে পদ থেকে সরিয়ে সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হচ্ছে। যেই মুহূর্তে রাশিয়া ফের তুমুল আক্রমণ শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই পরিস্থিতিতে এমিন সিদ্ধান্ত নিলেন জেলেনস্কি। ইউক্রেন সরকারের অন্যতম মুখপাত্র ডেভিড আরাখামিয়া দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

 

আরাখামিয়া বলেন, ‘‘এখন থেকে কিরিলো প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর দায়িত্ব গ্রহণ করবেন। যেচি এ যুদ্ধকালীন পরিস্থিতিতে খুবই যুক্তিযুক্ত।’’ ৫৬ বছর বয়সি ওলেক্সি এখন থেকে কৌশলগত শিল্পমন্ত্রীর পদ সামলাবেন বলেও জানিয়েছেন তিনি।

 

আরাখামিয়ার কথায়, ‘‘সময় ও পরিস্থিতির জন্য শক্তিবৃদ্ধি এবং পুনর্গঠন প্রয়োজন। ভবিষ্যতেও পরিস্থিতি বুঝে এ রকমভাবে মন্ত্রিত্বের রদবদল ঘটতে পারে। শত্রুরা অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিচ্ছি।”

 

 

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওলেক্সি বলেন, ‘‘আমি যে মানসিক চাপ সহ্য করেছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি কিছুতেই লজ্জিত নই। আমার বিবেক পরিষ্কার।”


মন্তব্য
জেলার খবর