নোয়াখালীতে বেকারী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

০৬ ফেব্রুয়ারী ২০২৩

মো. দেলোয়ার হোসেন,নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করায় একটি বেকারীকে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার  (৬ ফেব্রুয়ারী) দুপুরে ফেনী রোডের পূর্ব বাজার এলাকার মধুকুল বেকারীকে এ জরিমানা করে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নোয়াখালী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুকুল বেকারীতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়।  অভিযান পরিচালনায় অধিদফতরটিকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জরিমানার পাশাপাশি ওই বেকারী মালিককে সতর্ক করা হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর