মন্তব্য
দেশের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। তাছাড়া কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সোমবার (১১ এপ্রিল) এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এলাকা হিসেবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের কথা বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুরে, ৫৮ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানায়, দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমকে