আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সমাবেশের মাধ্যমে তৃণমূলের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ ও জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, জনগণকে সেই আহ্বান জানানো হবে। এ কর্মসূচিতে জেলা ও উপজেলার নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ইউনিয়ন পর্যায়ে একই দিন বিএনপির পদযাত্রার কর্মসূচি রয়েছে। সম্প্রতি এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আওয়ামী লীগের নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা রাজধানীতে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে। এ ছাড়া বাকি ৭৬টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের তাদের নিজ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। তবে যেসব জেলায় কেন্দ্রীয় নেতারা যাবেন না, সেখানে জেলার নেতাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ করতে বলা হয়েছেবলে জানা গেছে।
এমকে