সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ

০৬ ফেব্রুয়ারী ২০২৩

আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সমাবেশের মাধ্যমে তৃণমূলের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ ও জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, জনগণকে সেই আহ্বান জানানো হবে। এ কর্মসূচিতে জেলা ও উপজেলার নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ইউনিয়ন পর্যায়ে একই দিন বিএনপির পদযাত্রার কর্মসূচি রয়েছে। সম্প্রতি এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আওয়ামী লীগের নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা রাজধানীতে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে। এ ছাড়া বাকি ৭৬টি সাংগঠনিক জেলার মধ্যে ৪০টিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের তাদের নিজ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। তবে যেসব জেলায় কেন্দ্রীয় নেতারা যাবেন না, সেখানে জেলার নেতাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ করতে বলা হয়েছেবলে জানা গেছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর