রেকর্ড গড়লেন বিয়ন্সে নোলস

০৬ ফেব্রুয়ারী ২০২৩

সংগীত অঙ্গনে বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা ও পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কমেডিয়ান ট্রেভর নোয়াহ। রোববার (৫ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়) এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয়।

 

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়ছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী বিয়ন্সে নোলস। এ গায়িকা-অভিনেত্রী জিতে নিলেন চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড। এর মাধ্যমে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।

 

এ পর্যন্ত ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জিতলেন এ তারকা। প্রায় দুই দশক ধরে প্রয়াত সংগীত পরিচালক জর্জ সলতি ৩১ বার এ পুরস্কার পাওয়ার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। সেই রেকর্ডটি এবার নিজের করে নিলেন বিয়ন্সে নোলস।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর