দেশে তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। এ সব জমিতে কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। এ জমি সংরক্ষণ করতে হবে। সোমবার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সব দফতর, মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। এ নির্দেশনা আমরা নিয়মিত মনিটর করবো।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি-বেসরকারি সব পর্যায়ের জন্য এ নির্দেশনা প্রযোজ্য। প্রকল্প গ্রহণের সময় এটা যাচাই করে দেখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছেও সেটা পাঠানো হবে। তিনিও বিষয়টি মনিটর করবেন- যোগ করেন সচিব মাহবুব হোসেন।
এমকে