দেশে জনসংখ্যা বেড়েছে প্রায় ৪৭ লাখ

০৬ ফেব্রুয়ারী ২০২৩

সবশেষ জনশুমারির চূড়ান্ত ফলাফলে দেশে জনসংখ্যা বেড়েছে প্রায় ৪৭ লাখ। দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর আগে প্রাথমিক হিসাবে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারির প্রতিবেদন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। গত ২৭ জুলাই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। সে সময় প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এর বাইরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী রয়েছে ১২ হাজার ৬২৯ জন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর