মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

১১ এপ্রিল ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে পুকুরে মাছ বিশেষ কায়দায় বিদ্যুৎ ব্যবহারের (শক) মাধ্যমে ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মাহাবুব হাসান (২০)। সোমবার (১১ এপ্রিল) রাত ২ টার দিকে  ৪নং ওয়ার্ডে তার নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। মাহাবুব হাসান ওই এলাকার রফিজল ইসলাম কবিরের ছেলে, তিনি চরফ্যাশন সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মাহাবুব হাসানের পরিবার সূত্রে জানা যায়, নিজেদের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ির পাশে পুকুরে মাছ ধরছিলেন তিনি। একটি পুকুরের মাছ ধরা শেষ আরেকটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় সংযোগ তারের সাথে জড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে মারা যান।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর