দক্ষিণ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ৮শ’ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন দুই হাজার ৩৭৯ জন। অপরদিকে সিরিয়ায় এখনও মারা গেছেন এক হাজার ৪৪৪ জন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৪৮৩ জন। দেশটিতে অন্তত পাঁচ হাজার ৬০৬টি বহুতল ভবন ধসে পড়েছে। অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তুরস্ক ছাড়াও পার্শ্ববর্তী সিরিয়ায়ও বহু হতাহত হয়েছে। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
রবিবার দিবাগত রাতের ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পটি সিরিয়া ও তুরস্কে আঘাত হানে। পরে সোমবার দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।