৭ দিনের শোক ঘোষণা করলেন এরদোয়ান

০৭ ফেব্রুয়ারী ২০২৩

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ হাজার ৮শ’র বেশি মানুষ মারা গেছেন। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তুরস্ক ছাড়াও পার্শ্ববর্তী সিরিয়ায়ও বহু হতাহত হয়েছে। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

শতাব্দির ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৭ দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, তুরস্ক ভূমিকম্পে হতাহতদের জন্য ৭ দিন শোক পালন করবে। সামাজিক মাদ্যম টুইটে তিনি এ ঘোষণা দেন।

 

ওই টুইটে তিনি বলেছেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে। 

 

ভূমিকম্পের ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে আরেক টুইটে তিনি বলেন, আশা করছি দ্রুতসম্ভব আমরা কম ক্ষয়ক্ষতিসহ দুর্যোগটি মোকাবেলা করব। অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। অন্যান্য ইউনিটও সতর্ক রয়েছে। আশা করছি দ্রুত এ অবস্থার উন্নতি হবে।


মন্তব্য