বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করো হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ৮ ক্যাটাগরির পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেড অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।
যেসব পদে লোকবল নেওয়া হবে:
ফোরম্যান পদে ১ জন, সিনিয়র মেকানিক পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২ জন, গাড়িচালক পদে ১ জন, কার্পেন্টার পদে ১ জন, কুক পদে ১ জন, চেইনম্যান পদে ১ জন ও মালি পদে ২ জন নিয়োগ দেওয়া হবে।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন:
১ নম্বর পদের জন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২ থেকে ৮ নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।