ষষ্ঠবারের মতো ‘সাম্বা গোল্ড’ ট্রফি জিতলেন নেইমার

০৭ ফেব্রুয়ারী ২০২৩

ষষ্ঠবারের মতো ‘সাম্বা গোল্ড’ ট্রফি জিতলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এ পুরস্কারটি দিয়ে থাকে। ব্রাজিলের বাইরে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারের পুরস্কার এটি। সংবাদমাধ্যমটি ২০০৮ সাল থেকে পুরস্কারটি চালু করে। কেউ কেউ এই পুরস্কারকে ‘সাম্বা ডি’অর’ও বলে থাকেন।

 

এ ট্রফি জয়ের খবর নিজেই জানিয়েছেন নেইমার। সামাজিক মাধ্যমে ট্রফিটি হাতে নিয়ে একটি শেয়ার করেছেন। ছবিতে একটি ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন নেইমার। অন্য আকে ছবিতে সেই ট্রফিতে চুমু খেতে দেখা যাচ্ছে তাকে। ফুটবল আকৃতির সোনালি রঙের সেই ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।  আর ট্রফিতে নেইমারের নামটিও লেখা রয়েছে।

 

সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেওয়া হয়। এবছর ৩০ জন ফুটবলারকে বেছে নেওয়া হয় এ পুরস্কারের জন্য।

 

২০০৮ সালে প্রথম ‘সাম্বা গোল্ড’ ট্রফি প্রদান করা হয় সাবেক মিডফিল্ডার ও এসি মিলান কিংবদন্তি কাকাকে। এ পর্যন্ত জন ফুটবলার এ পুরস্কার জিতেছেন। কাকা, লুই ফাবিয়ানো, মাইকন, ফিলিপ কুতিনিও, রবার্তো ফিরমিনো ও আলিসন একবার করে পুরস্কারটি জিতেছেন। ৩ বার জিতেছেন ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা। আর নেইমার জিতলেন সর্বোচ্চ ৬ বার।

 

আরআই


মন্তব্য
জেলার খবর