পঞ্চগড় প্রতিনিধি:
প্রতিবেশি পক্ষের লোকজনের ধাওয়ায় মইনুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গিরাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মইনুল ইসলাম একই এলাকার আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিছুর রহমানের পাট ক্ষেত দিয়ে যাওয়া-আসা নিয়ে ঘটনার দিন আনিছুর রহমানের সঙ্গে মইনুল ইসলামের মারামারি হয়। পরে মোটরসাইকেলে ফকিরগঞ্জ বাজারের দিকে রওনা দেয় মইনুল ইসলাম। পথে আনিছুর রহমান পক্ষের লোকজন তাকে ধাওয়া দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মোটরসাইকেলটি। এসময় গুরুতর আহত হন মইনুল ইসলাম। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
আটোয়ারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোহেল রানা, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মো.সম্রাট হোসাইন/এমকে