তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

০৭ ফেব্রুয়ারী ২০২৩

ভয়াবহ দুর্যোগ মোকাবেলা করছে তুরস্ক। দেশটির দক্ষিণাঞ্চলে সোমবার ভোরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পর্শ্ববর্তী দেশ সিরিয়ায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। দু’দেশে এখনও পর্যন্ত অন্তত চার হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা ১০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকার একটি সংস্থা।

 

এদিকে সেখানে অবস্থানরত বিদেশীরাও পড়েছেন চরম বিপাকে। তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। জরুরি প্রয়োজনে কনস্যুলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। নাম্বারটি হলো +৯০৮০০২৬১০০২৬।

 

এক বার্তায় তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের জন্য গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কনস্যুলেট জেনারেল।


মন্তব্য
জেলার খবর