কাছাকাছি দু’দিন রাজধানী ঢাকায় আলাদা জায়গা থেকে পদযাত্রা করবে বিএনপি। আগামী ৯ ও ১২ ফেব্রুয়ারি এ পদযাত্রা হবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৯ ফেব্রুয়ারি গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে একটি পদযাত্রা হবে। আর ১২ই ফেব্রুয়ারি শ্যামলী থেকে লিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা বের হবে।
মির্জা ফখরুল বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
এমকে