পঞ্চগড়ে সংঘর্ষে নারীসহ আহত-১০

০৭ ফেব্রুয়ারী ২০২৩

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড়:

পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে জমি সংক্রান্ত মারপিটের জেরে দুই পক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষে নারীসহ উভয়পক্ষ মিলে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কালেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোছা.রাশেদা (৬০), তার তিন মেয়ে- নুর জাহান, নুর নেহার, শিরিন ও বিলকিছ জেমি আক্তার (১৫), তার নাতনি এবং নাতি নুর জামাল (২১)। অপর পক্ষের আহতরা হলেন-  ছমির উদ্দিন ও তার স্ত্রী হালানি এবং তাদের মেয়ে শারমিন আক্তার।

জানা যায়, মঙ্গলবার দুপুরে রাশেদা তার ভোগদখলীয় জমিতে মেয়ে ও নাতনি নিয়ে বাদাম রোপন করছিল। এ সময় ছমির উদ্দিন তার লোকজন নিয়ে তাদের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাতে জেমি আক্তার ও রাশেদাকে মারপিট করা হয়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেন জেমি আক্তার। অভিযোগ করার কারণেই  এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে দাবি রাশেদা পক্ষের লোকজনের। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর