প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়

০৭ ফেব্রুয়ারী ২০২৩

এনবিআর গত অর্থবছরে (২০২১-২২) তার  আগের অর্থবছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে। তাছাড়া  গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে (২০২২-২৩) কমছে বৈদেশিক বাজেট সহায়তা। চলমান জাতীয় সংসদ অধিবেশনের মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, এনবিআর গত অর্থবছরে রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। তার আগের অর্থবছরে আদায় করেছিল দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। সে হিসাবে ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে গত অর্থবছরে। তিনি জানান, গত অর্থবছরে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে থেকে ৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পেয়েছে সরকার। চলতি  অর্থবছরে জন্যএ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে ২ দশমিক ২৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট। অর্থমন্ত্রী বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকারের গৃহিত বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে অনেক সময় সরকারকে ‘বাজেট সাপোর্ট’ শীর্ষক ঋণ দেয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান।

 

এমকে


মন্তব্য
জেলার খবর