বাংলাদেশকে সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনার জন্য ২৮৮ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্প্রতি দেশের বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। পরিকল্পনা কমিশন সূত্র গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, এ সংক্রান্ত প্রকল্পের আওতায় একশটি মোবাইল টয়লেট, ৯৪৫টি লাইফ জ্যাকেট, ১০৫টি পাবলিক টয়লেট, এক হাজার ৭৫০টি টিউবওয়েল, ৩০টি ছোট পানির উৎস ও ৯ হাজার একশটি ডিপ টিউবওয়েল নির্মাণ করা হবে। এতে মোট ব্যয় হবে ৩৪৩ কোটি ৮৪ লাখ টাকা। এডিবির ঋণের বাইরে বাকি ৫৪ কোটি ৯৯ লাখ টাকা সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া হবে। জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে। দেশের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে।
এমকে