গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ জন মারা গেছেন। পরীক্ষায় ৪৪ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯০ জন। সোমবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন। শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ০৫। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৪১৩টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭১। নমুনা সংগৃহীত হয়েছে ৬ হাজার ৩৩৬টি, বিপরীতে পরীক্ষা হয়েছে ৬ হাজার ২৩৪টি। মারা যাওয়া একজন পুরুষ, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। রংপুর বিভাগের বাসিন্দা তিনি।
এমকে