আগের সীমানা বহাল রাখতে চায় ইসি

০৮ ফেব্রুয়ারী ২০২৩

আগামী সপ্তাহের মধ্যে সংসদীয় ৩০০ আসনের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আপত্তি দাবি উঠলে তার শুনানিও করবে তারা। প্রয়োজন হলে সীমানা পূননির্ধারণ করবে। তবে ইসি চাচ্ছে- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত নির্বাচনী এলাকার সীমানা বহাল রেখেই দ্বাদশ সংসদ নির্বাচন করতে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ ব্রিফিং থেকে এ তথ্য পাওয়া গেছে। সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ নিয়ে কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। তবে কেন আগের সীমানা বহাল রেখেই দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায় তারা, সে সম্পর্কে কিছু বলা হয়নি।

ইসি সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নিয়েই খসড়া প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে উত্থাপিত আপত্তি দাবি এবং এ বিষয়ে এখন পর্যন্ত যে সব আবেদন জমা হয়েছে- সবগুলোর নিয়ে  শুনানি হবে। শুনানি শেষে বিধান অনুযায়ী চূড়ান্ত সীমানা এলাকা ঘোষণা করা হবে। তিনি জানান, ভৌগোলিক অখণ্ডতা, আঞ্চলিক অবিভাজ্যতা, প্রশাসনিক এলাকা এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে সংশোধন হবে। না হলে হবে না। সীমানা নিয়ে ‘আপত্তি’-তে ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে ২০ থেকে ২৫টি আবেদন জমা হয়েছে বলে জানান ইসি সচিব।

 

এমকে


মন্তব্য
জেলার খবর