ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু। স্টার জলসার ‘মা’ সিরিয়ালে শিশুশিল্পী ‘ঝিলিকের’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন দর্শকদের। তার সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।
বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরেই রয়েছেন সেই ছোট্ট ঝিলিক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিথি। ইদানীং তার ব্যক্তি জীবন নিয়ে বেশ চর্চা হচ্ছে।
কলকাতার এক জনপ্রিয় ক্রিকেটার দেবায়ুধ পালের সাথে প্রেমে মজেছিলেন তিথি বসু। প্রেমিকের সাথে একাধিক ছবি প্রকাশও করেছেন। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভাগাভাগি করে নিয়েছেন ভক্তদের সাথে। তবে সেই প্রেম খুব বেশিদিন টেকেনি। এরই মধ্যে এসেছে বিচ্ছেদের খবর। তবে কেন প্রেম ভাঙল, সে বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন এ অভিনেত্রী।
এসব ব্যপারে এবার মুখ খুলেছেন তিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি লেখেন, ‘যেকোনো সম্পর্কেই যখন পরিবারের হস্তক্ষেপ অতিরিক্ত বেড়ে যায়, তখন আর টিকিয়ে রাখা যায় না সেই সম্পর্ক। মা-বাবারা বরাবরই সন্তানদের ভালো চান। আর সে কারণেই আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলি।’
তথ্যসূত্র- বাংলা হান্ট, আনন্দবাজার