বিপাকে অক্ষয়

০৮ ফেব্রুয়ারী ২০২৩

বলিউড তারকা অক্ষয় কুমার। বর্তমানে তাকে নিয়ে আলোচনার চেয়ে বেশি সমালোচনাই হচ্ছে। তবে তাকে নিয়ে সব সমালোচনাই হয় তার কাজকে ঘিরে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

রোববার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেন অক্ষয় কুমার। সেখানে নিজের উত্তর আমেরিকা সফরের প্রচার করেন। এরপরই শুরু হয় বিতর্ক।

 

তার পোস্ট করা ১৯ সেকেন্ডের ভিডিও ক্লিপে অভিনেতাকে ভারতের মানচিত্রের উপর দিয়ে হাঁটতে দেখা যায়। এ ভিডিওটিতে আরও আছেন অভিনেত্রী দিশা পাটানি, মৌনি রায়, নোরা ফাতেহি ও সোনম বাজওয়া।

 

অক্ষয় কুমার তার অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এ প্রোমো ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বিনোদন প্রদানকারীরা উত্তর আমেরিকায় ১০০ শতাংশ শুদ্ধ দেশি বিনোদন আনতে প্রস্তুত। আপনার সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা মার্চে আসছি!’


মন্তব্য
জেলার খবর