ঘরে ঢুকে মারবো, কঙ্গনার হুঁশিয়ারি

০৮ ফেব্রুয়ারী ২০২৩

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রনৌত। সর্বদা সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উচিত কথা বলতে কখনো পিছু পা হন না এ অভিনেত্রী।

 

রোববার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই উগড়ে দিয়েছেন নিজের সব ক্ষোভ।

 

সেই পোস্টে কঙ্গনা লেখেন, 'আমি যেখানেই যাচ্ছি আলোকচিত্রীরা খবর পেয়ে যাচ্ছেন। বাড়ির ভেতরে বা বাইরে, সব জায়গায় কেউ আমার ওপর নজরদারি চালাচ্ছেন। শুনেছি ইদানীং আলোকচিত্রীদের নাকি এর জন্য টাকাও দেওয়া হয়। কিন্তু আমি অথবা আমার টিমে কারও সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এখন তো সন্দেহ হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।'

 

এরপর ইনস্টাগ্রামে করা আরও এক পোস্টে তিনি লেখেন, যারা আমার জন্য চিন্তা করছিলেন, তাদের বলে রাখি, রোববার রাত থেকে আমার বাড়ির চারপাশে আর কোনো সন্দেহজনক ঘটনা ঘটেনি। ক্যামেরা নিয়ে বা না নিয়ে কেউ আমাকে অনুসরণ করেননি। এতেই বোঝা যায়, যারা যে ভাষা বোঝেন, তাদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলা উচিত। আর না শুধরোলে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে মারবো।


মন্তব্য
জেলার খবর