ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল। সারাবছরই এর সৌন্দর্য দেখতে দর্শনার্থীতে ভরপুর থাকে ‘সিম্বল অব লাভ’ খ্যাত স্থাপনাটি। এবার সেখানেই নিজেদের সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন কার্তিক আরিয়ান ও কৃতি স্যানন।
জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কার্তিক আরিয়ান ও কৃতি স্যাননের অভিনীত সিনেমা ‘শেহজাদা’। রোম্যান্টিক-ফ্যামিলি ড্রামা ঘরানার এ ছবির প্রচারেই ব্যস্ত সময় পার করছেন কার্তিক ও কৃতি।
এ সময় তাদের দেখে হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়ে যায়। এক মুহূর্তের জন্য তাজমহল সবার মধ্যমণি হয়ে যান এ তারকা জুটি। তাজমহলের সামনে থাকা লেকের পাড়ে দাঁড়িয়ে রোম্যান্টিক ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিয়েছেন এ জুটি। একই সাথে দর্শনার্থীর কাছে মুক্তি প্রতীক্ষিত ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন তারা।
তাজমহলের সামনে তোলা ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে কার্তিক ক্যাপশনে লিখেছেন, ‘শেহজাদা, তাজ ও মমতাজ’। ছবিটি মন জিতেছে নেটিজেনদের। ১২ লাখের বেশি রিঅ্যাকশন এসেছে মাত্র ১৯ ঘণ্টায়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি