এটিএম বুথের ভিতরে ইঁদুরের 'টাকা অ্যাটাক'

২০ জানুয়ারী ২০১৮

ইঁদুর নানান পদের যেমন নেংটি এবং ধাড়ি। সুযোগ পেলেই ইঁদুর করে ভীষণ বাড়াবাড়ি। বই খাতা বা ফার্নিচারও ফেলবে ইঁদুর কেটে। লক্ষ টনের খাদ্যদানা যায় ইঁদুরের পেটে। তাই এবার পেটে গেল এটিএম বুথের  টাকা । জামাকাপড় থেকে শুরু করে জমির দলিল পর্যন্ত চিবিয়ে খাওয়ার কথা শোনা যায়! তাই বলে এটিএম বুথে ঢুকে টাকা কুটিকুটি করাটা একটি বিস্ময়করই। তবে এমন কাণ্ডও ঘটিয়েছে ইঁদুর 'দম্পতি'। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেখানে অত্যাচার চালিয়েছে দু'টি ইঁদুর। একপেট খিদে নিয়ে তারা হয়তো ঢুকে পড়েছিল এটিএমের ভিতরে। তার পর সেই অনন্ত খিদের পাল্লায় পড়ে কুটি কুটি হলো নোটের বান্ডিল। কিন্তু নোটগুলো কুটিকুটি করার পর তারা আর পথ খুঁজে পায়নি বের হওয়ার। ব্যাংককর্মীরা এটিএম খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায়। চোখের সামনে ছিন্নভিন্ন কয়েক হাজার নোট পড়ে আছে! সেই ঘটনার ভিডিও করে রাখেন তাদেরই একজন। সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়। সত্যি কি নোটের স্বাদে মুগ্ধ ওই ইঁদুর জুটি, নাকি ধনতন্ত্রের বিরুদ্ধে এ তাদের নীরব প্রতিবাদ। বাংলাদেশ২৪অনলাইন/আরবিএস


মন্তব্য
জেলার খবর