কলকাতা বইমেলায় ‘মায়ার জঞ্জাল’

০৮ ফেব্রুয়ারী ২০২৩

যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ছবিটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। এ সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে এর ট্রেলার প্রকাশ হয়েছে কলকাতা বইমেলায়।

 

জানা গেছে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি ২৪ ফেব্রুয়ারি একসাথে দুই দেশে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী।

 

সোমবার (৬ ফেব্রুয়ারি) কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রযোজক জসীম আহমেদ, নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী ও কলকাতার শিল্পীরা।

 

প্রযোজক বলেন, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসাথে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দন, মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে। একইভাবে বাংলাদেশেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দেখানোর পরিকল্পনা রয়েছে আমাদের। কলকাতা বইমেলায় আমরা ট্রেলার উন্মোচন করেছি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকছে।

 

প্রায় তিন মিনিটের এ ট্রেলারে উঠে এসেছে সিনেমার প্রায় প্রতিটি চরিত্রের টানাপোড়নের চিত্র। যেখানে উঠে এসেছে ভারত-বাংলাদেশের গল্পও। ট্রেলার থেকেই আঁচ করা যায় ‘ফড়িং’ আর ‘ভালোবাসার শহর’ ছবির মুগ্ধতা আবারও ফিরিয়ে দেবেন নির্মাতা। ইউটিউবে পরিচালকের চ্যানেলে অবমুক্ত হয়েছে ট্রেলারটি। সিনেমাটির মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে।


মন্তব্য
জেলার খবর